বাংলা বান্ধা মহাসড়কে অবৈধ  বালু-পাথর স্তুপ অপসারণে অভিযান
Spread the love
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহা সড়কের দূ’ধারে  অবৈধ ভাবে রাখায় বালু-পাথরের   স্তুপ অপসারণে অভিযান শুরু করেছে তেতুলিয়া উপজেলা প্রশাসন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দিয়ে এ  অভিযান পরিচালনা করছেন তেতুলিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। স্থানীয় জানান,ডাকবাংলো  পিকনিক কর্ণার সংলগ্ন এলাকা হতে বাংলাবান্ধা পর্যন্ত মহাসড়কের দুইপাশে অবৈধ  স্তুপকৃত বালু,  পাথরসহ  অন্যান্য নির্মাণ সামগ্রী অপসারণের লক্ষ্যে এ অভিযানটি করা হয়েছে।  তেঁতুলিয়ার পর্যটনস্পট ডাকবাংলোর পিকনিক কর্ণার হতে বাংলাবান্ধা জিরোপয়েন্ট এ কর্মসূচির আওতায় সরদারপাড়া এলাকায় ডাকবাংলো পিকনিক কর্ণার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত মহাসড়কে এই অভিযান পরিচালনাকালে ভেকু মেশিন দিয়ে অবৈধ ভাবে রাখা বালু ও পাথরের স্তুূপ সরিয়ে দেন। সড়কে চলাচলে দূর্ঘটনা প্রতিরোধে ও পর্যটকদের নিরাপদে চলাচলের লক্ষে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান,তেতুলিয়া  উপজেলা প্রশাসন। সড়কের দু’ধারে অবৈধভাবে রাখা পাথর-বালি ও ইটের খোয়া সড়ক হতে সরাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মৌখিকভাবে নির্দেশ দেয়া হলেও এ  নির্দেশ মানা হয়নি। অভিযানের প্রাথমিকভাবে উপজেলা প্রশাসন সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের নিয়ে এ অভিযান চালানো হচ্ছে। এতেও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আইন অমান্য করলে সড়ক আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে জরিমানা করা হতে পারে বলে সতর্কতা প্রদান করা হয়। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, হাইওয়ে পুলিশের এসআই শাহিন, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড়,হেল্প সোসাইটি, শাপলা ব্লাড ফাউন্ডেশন,তেঁতুলিয়া রক্তযোদ্ধা ও রক্তদান,তারুণ্য, ঐক্য, সীমান্ত ব্লাড সোসাইটি, উৎস, জাগ্রত তেতুলিয়া ও  তেঁতুলিয়া ব্লাড সোসাইটি নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেছি। আমরা প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা সবাইকে সচেতন করবো তারা যেন নির্মাণ সামগ্রী নিয়ম অনুযায়ী সংরক্ষণ করে। যদি তারা নিয়মের ব্যত্যয় ঘটায় তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন বলেন, আজকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ এবং স্বেচ্ছাসেবী ফোরাম রয়েছে তাদেরকে নিয়ে সড়ক দূর্ঘটনা রোধে ও পর্যটকদের চলাচলের সুবিধা প্রদানে আজকে আমরা রাস্তার পাশে যারা বালি পাথরের ব্যবসা করেন তার সাথে বালি পাথরের কারণে যে দূর্ঘটনার শিকার হচ্ছেন এ প্রতিরোধে আজকে আমরা অভিযান শুরু করেছি।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর, অভিযানে   জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। নির্মাণ সামগ্রী সৃষ্ট বায়ুদূষণ ও দূর্ঘটনা প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আগামীকাল শনিবার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31