চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ ; চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিস যৌথ আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। “খেলাধুলায় বাঁচে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে (৪ নভেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা দল অংশ নিয়েছে। আগামী ৯ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোলায়মান। বক্তব্যে জানা যায় , এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা সৃষ্টি করা। টুর্নামেন্ট জুড়ে চলবে মাদকবিরোধী বার্তা প্রচার, পোস্টার প্রদর্শনী ও উদ্বুদ্ধকরণ করবে। মাদককে না বলুন, আয়োজকেরা এই লিফলেট বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম সেবা,অতিরিক্ত জেলা প্রশাসক
মোঃ এ.কে.এম. ওয়াহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, গোমস্তাপুর নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) জাকির মুন্সি, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031