চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের সাঁড়াশি অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা।
Spread the love

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা:
ভোক্তা সাধারণের স্বার্থ রক্ষায় আজ মঙ্গলবার ৪ নভেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার কলেজ রোড ও মাঝের পাড়া এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকা, পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘন এবং খাদ্য পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান-এর নেতৃত্বে সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা শহরের মাঝের পাড়া এলাকার মো: আবুল কাসেম-এর প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজকে অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। (আইনের ৫২ ধারায় সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য করিবার দণ্ডের বিধান রয়েছে)। কলেজ রোড এলাকার নাসির আহাদ জোয়ার্দ্দার-এর গ্রীন ফুডকে পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘন এবং বেকারী পণ্য উৎপাদন ও সংরক্ষণ যথাযথভাবে না করার অভিযোগে একই আইনের ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, ভোক্তা-অধিকার বিরোধী কার্য প্রতিরোধে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে এবং দ্রুত ত্রুটিসমূহ সংশোধন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।জনগুরুত্বপূর্ণ এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব (কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টীম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031