
চুয়াডাঙ্গা, ২৭ অক্টোবর ২০২৫ (সোমবার) ভোরে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকার দোয়েল চত্বরে একটি ট্রাকের ধাক্কায় ট্রাফিক ছাউনিতে স্থাপিত দোয়েলের ভাস্কর্য ভেঙে চুরমার হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর বেলা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোয়েল চত্বরের ট্রাফিক ছাউনিতে ধাক্কা দেয়। এতে দোয়েল ভাস্কর্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ট্রাকটি এখনো ঘটনাস্থলেই অবস্থান করছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দের প্রক্রিয়া চলছে।
ভিউ: ১৩৯










