
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় ফোর্সের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমদে অয়ন। সহকারী পুলিশ কর্মকর্তার নির্দেশ এবং গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ধৃতদের বসত বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়। প্রথম ধৃত এরশাদপুর গ্রামের মোঃ রুহুল আমিন, পিতা: মোঃ আজিজুল হক (৪৫)। তার বসত বাড়ি থেকে ২টি এয়ারগান, ১টি রাইফেলের স্কোপ এবং ১টি রামদা উদ্ধার করা হয়েছে। অপর ধৃত নওদাবন্ডবিল গ্রামের মোঃ তারফি হাসান, পিতা: মোঃ ফজলুল হক (৩২)। তার বসত বাড়ি থেকে ১টি রামদা, ১টি ছোরা, ১টি স্টেইনলেস স্টিলের চাপাতি এবং ১টি কালো রঙের Vivo স্মার্টফোন জব্দ করা হয়েছে। উভয় আসামীকে আলমডাঙ্গা থানায় মামলা নং-৩৪, ধারা 19(f), The Arms Act, 1878 অনুযায়ী রুজু করা হয়েছে।










