
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফিরোজ আলী, আসমানখালী পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দসহ বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন নগর বোয়ালিয়া গোরস্থানপাড়ার বিশারত আলীর মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ নতিডাঙ্গা গ্রামের কামাল হোসেনের ছেলে রিদয় আলী (২৫) কে আটক করে। তার কাছ থেকে দুটি ৫০০ টাকার জাল নোট এবং একটি টিভিএস ৪ভি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।অভিযানের সময় আরও একজন সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃত রিদয় আলী ও পলাতক আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-৩১, তারিখ ২২/১০/২০২৫, ধারা—১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-ক (খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, জাল টাকা ও অপরাধ দমনে এমন অভিযান চলমান থাকবে।










