
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির টাকা ও মোটরসাইকেল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প হারদী, আলমডাঙ্গা এর অফিসার বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমদে অয়ন এর নেতৃত্বে ও ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্সের যৌথ টিম এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ অক্টোবর ২০২৫) গভীর রাতে আলমডাঙ্গা উপজেলার ৩নং কুমারী ইউনিয়নের দূর্লভপুর গ্রামে দূর্লভপুর বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এসময় দূর্লভপুর গ্রামের সামসুল হকের ছেলে হুদা আলী (৩৭) কে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, রেজিষ্ট্রেশনবিহীন লাল রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১,০৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পরে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।










