তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে: ছাত্রনেতা রেজানুল হক সবুজ
Spread the love

তরিকুল মোল্লা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অন্যতম সিনিয়র সহ-সভাপতি
ও জুলাই যোদ্ধা রেজানুল হক সবুজ বাগেরহাট-৩ (শরণখোলা, মোড়েলগঞ্জ ও কচুয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী শনিবার (১১ অক্টোবর) দুপুর ২ টার সময় তার নির্বাচনি এলাকায় বাগেরহাট খানজাহান আলী (রহঃ) এর মাজার জিয়ারতের মাধ্যম ৩ উপজেলার বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য লিফলট বিতরণ করেছেন। এছাড়া আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, জুলাই-আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থান ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনার আব্দুল আজিজ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করছেন। তিনি লিফলেট বিতরণ শেষে তার বক্তব্যে বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহত করেতে হলে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা করতে হবে। সুখি সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়তে হলে মানুষের অর্থনৈতিক মুক্তির ব্যাবস্থা করতে হবে। দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট প্রধান হাসিনা নানাভাবে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। ফ্যাসিষ্টরা এদেশের একটি গোষ্ঠীর উপর ভর করেছে। সেই গোষ্ঠীটি ফ্যাসিষ্টদের মদদ দিচ্ছে। তাদেরকে গোপনে ও প্রকাশ্যে মদদ দিচ্ছে। এদের থেকে সাবধান থাকতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে তার ৩১ দফার সকল কার্যক্রমের সাথে থেকে দেশকে এগিয়ে নিতে হবে। জাতীয়তাবাদীর আদর্শে বিশ্বাসীদের সাথে নিয়ে বিশেষ করে ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে সুসংহত করতে হবে। দেশ গঠনে অংশ নিতে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষের সকলকে সাথে রাখতে হবে। সবার প্রতি সমান সম্মান, মানবিক মর্যাদা প্রদর্শন করতে হবে।
তিনি এসময় আরো বলেন আমি ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা ও ৮/১০ বার কারাবরণ করেছি। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন মোড়েল উপজেলার সিনিয়র সহ-সভাপতি এস এম শামীম হাসান, ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31