
মোঃ আসিফুজ্জামান আসিফ: ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিল ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে সাভারে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী ব্যাংকের হেমায়েতপুর শাখার গ্রাহকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নারী ও পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অবৈধভাবে প্রায় সাত হাজার লোক নিয়োগ দিয়েছে। এসব নিয়োগপত্র বাতিল ও ব্যাংক থেকে পাচারকৃত অর্থ বিদেশ থেকে ফিরিয়ে আনার দাবি জানান তারা। এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ভিউ: ১৩৮










