
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার সময় আনুষ্ঠানিকভাবে এ অফিস উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকাবাসীসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই অফিস প্রতিষ্ঠার উদ্দেশ্য শুধু নির্বাচনী কার্যক্রম নয়—এটি হবে জনগণের কল্যাণ ও উন্নয়নের কেন্দ্র। এখানে থাকবে জ্ঞানচর্চা, ইসলামিক বইপত্র ও সামাজিক সহায়তার সুযোগ। আমরা জনগণের পাশে থাকতে চাই—বিপদে, আপদে, প্রতিটি সময়ে।”তিনি আরও বলেন,“আমরা অন্য দলের মতো চাঁদাবাজি, লুটপাট বা অন্যের হক নষ্ট করার রাজনীতি করি না। যদি আমরা চুয়াডাঙ্গা-১ আসনে জনগণের ভোটে বিজয়ী হতে পারি, তবে উন্নয়ন হবে দলমত নির্বিশেষে। আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াত—কোন দল মুখ্য নয়; মুখ্য হবে মানুষের কল্যাণ। আমরা ন্যায়, সমতা ও ইসলামী মূল্যবোধে পরিচালিত একটি সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা প্রমুখ।স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন দুর্লভপুর ওয়ার্ড জামায়াত সভাপতি ইসরাইল হোসেন, ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আলতাফ হোসেন, ইউনিয়ন যুব সেক্রেটারি সেলিম উদ্দিন ও সার্বিক সহযোগিতায় রাশেদ আহম্মেদ মামুন।অনুষ্ঠান শেষে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গ্রামবাসীর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।নেতাকর্মীরা জানান, এই অফিসকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।










