কালিহাতীতে পৌর বিএনপির মিলনমেলা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর দিন
Spread the love

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পৌর বিএনপির এক প্রাণবন্ত মিলনমেলা। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে সমবেত হতে থাকেন পৌরসভা চত্বরে। কুশল বিনিময়, আড্ডা আর পুরোনো দিনের স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে চারপাশ। দিনের শুরুতেই বের হয় একটি বর্ণাঢ্য মিছিল, যা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ বিএনপি এমন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। পাশাপাশি ঢাকার বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর নামে স্লোগান “টিটো ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে” ধ্বনিত হতে থাকে শহরের প্রতিটি মোড়ে।পরে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ ও খাবার বিতরণ অনুষ্ঠান। নেতাকর্মীদের মধ্যে ছিল এক ধরনের প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস, যা দীর্ঘদিন পর দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে নতুন করে জাগিয়ে তুলেছে।স্থানীয় বিএনপি নেতারা জানান, এ মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল সংগঠনের ভেতরে সৌহার্দ্য ও সংহতি জোরদার করা, পাশাপাশি তরুণ প্রজন্মকে রাজনীতির ইতিবাচক চেতনায় উদ্বুদ্ধ করা।সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আজও দৃঢ় প্রতিজ্ঞ। দলের কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে আগামীর পথ আরও শক্তিশালী হবে। দিনব্যাপী হাসি-আনন্দে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। নেতা-কর্মীদের প্রাণবন্ত উপস্থিতি যেন এক রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং ছিল আনন্দমুখর এক উৎসবের মতো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31