
মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটর শ্রমিকদের নির্বাচনী পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন—শ্রমিক সমাজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সংগঠিত শক্তি ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তন আনা সম্ভব। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা ইউনিটের অন্যতম সদস্য ও সাবেক পৌর আমীর শফিকুল আলম কলম,পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার।এছাড়া আরও বক্তব্য রাখেন— পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডাঃ মোঃ মোশারফ হোসেন ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমান। বক্তারা বলেন,শ্রমিকদের সুষ্ঠু নেতৃত্ব ও নৈতিকতা ভিত্তিক সাংগঠনিক কার্যক্রমই সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করবে। শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী আদর্শই একমাত্র ভরসা। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি শ্রমিকদের কল্যাণ,অধিকার রক্ষা এবং দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।










