
ভালুকায় রামপুরে প্যালাসাইডিং বাঁধসহ রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর
ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের রামপুর গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাষা সৈনিক মোঃ হোছেন আলী খান বাদেশী সাহেবের বাড়ীর পাশের পাকা রাস্তার মোড় থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিদিন শত শত শিক্ষার্থী, খাদ্য সরবরাহকারী কৃষক, গার্মেন্টসকর্মীসহ সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করেন। এছাড়া এই রাস্তায় প্রতি বছর হোছেন নগর মিনিমাঠে একুশে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব আরও বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত না করায় রাস্তাটি ভাঙাচোরা ও জলাবদ্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসী জানায়, প্রায় ৪১০ ফুট রাস্তা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। মাটি ভরাট করে রাস্তা উঁচু করা এবং পাশে ব্রিক প্যালাসাইডিং বাঁধ নির্মাণ না করলে মাটি টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই দ্রুত হাফ কিলোমিটার রাস্তা সংস্কার ও ৪১০ ফুট জায়গায় প্যালাসাইডিং বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।










