
ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী অভিযানে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বালিপাড়া বালুর মোড় এলাকায় গফরগাঁও-টু-বালিপাড়া সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আসাদুজ্জামান (২৫), পিতা মৃত আব্দুল মান্নান, মাতা রহিমা খাতুন, সাং—বৈরাটি (মান্নান চেয়ারম্যানের বাড়ি), ওয়ার্ড নং-০৭, ইউপি-০৭ মগটুলা, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
ভিউ: ১২৩










