
নীলফামারী সদর উপজেলার নটখানা শান্তি পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আ’ত্ম’হ’ত্যা করেছেন তরিকুল ইসলাম ওরফে গ্যাদা (২৮)।
তিনি ওই গ্রামের মো. আবু মিয়ার ছেলে এবং পেশায় সিএনজি চালক।
স্থানীয়রা জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি আমগাছে রশি দিয়ে ঝুলে পড়েন তরিকুল। ঘটনার দুই দিন আগে তিনি ঢাকায় সিএনজি চালানোর কাজ শেষ করে গ্রামে ফেরেন।
প্রতিবেশীরা জানান, তরিকুল ছিলেন শান্ত ও নিরীহ স্বভাবের মানুষ। তবে হঠাৎ করে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা কেউ বলতে পারছেন না।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
হঠাৎ এ মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও হতবাক হয়ে পড়েছেন এই ঘটনায়। অনেকের মতে, কর্মসংস্থান ও জীবিকার অনিশ্চয়তা অনেক সময় মানুষকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে।










