
খুলনার পাইকগাছা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণ শাখার কর্মী, সাথী ও সদস্যদের মাঝে সিলেবাসের বই উপহার দেওয়া হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্টের উদ্যোগে এ আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক দুর্নীতি দমন কমিশনের পরিচালক মেজর অবসরপ্রাপ্ত মেসবাহুল ইসলাম এবং সদস্য সচিব ইকবাল হোসেনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান। এ সময় বই উপহার গ্রহণ করেন খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি অয়েজকুরুনী, জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ রায়হান হোসেন ও পাইকগাছা পৌর সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এস এম আমিনুল ইসলাম, প্রফেসর নুরুজ্জামান মল্লিক, জেলা ইউনিট সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন, উপজেলা নায়েবে আমীর বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক ও মো. সোহেল আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক জ্ঞানার্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এজন্য সিলেবাসভিত্তিক বই পড়ার পাশাপাশি ইসলামী আদর্শে নিজেদের গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।










