
আলমডাঙ্গা পৌরসভায় অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী উদ্যোগ। রবিবার বিকেল ৫টার পর পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি মন্দিরের পরিবেশ ও সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের খোঁজখবর নেন। এসময় স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন রাসেল।পরিদর্শনকালে তিনি বলেন,“ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। ইসলামের শিক্ষা হলো ন্যায়, ইনসাফ ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করা। জনগণের প্রতিনিধি হিসেবে আমি সর্বদা জনগণের পাশে থাকতে চাই।”এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা আমির শফিউল আলম বকুল, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালামসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, এই পরিদর্শন কর্মসূচি প্রমাণ করেছে যে জামায়াতে ইসলামী সত্যিকারের জনগণের দল—যারা ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তি, ন্যায় ও উন্নয়নের পক্ষে জনগণ মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন










