
ইমদাদুল ইসলাম রনি : কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের হলদিয়া গ্রামে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা এক যুগেরও বেশি সময় ধরে সংস্কারহীন রয়েছে। ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রতিদিন শত শত মানুষ চরম দুর্ভোগে ভুগছেন। রাস্তা তিনটি হলো— হলদিয়া কেন্দ্রীয় ঈদগাহ থেকে মেইন রোড পর্যন্ত রাস্তা, মাজারমুখী রাস্তা (যা দিয়ে প্রতিদিন প্রায় ২০০-২৫০ পরিবার চলাচল করে) এবং হলদিয়া মহিলা আলিম মাদ্রাসার ছাত্রছাত্রীদের চলাচলের রাস্তা। গ্রামবাসীরা জানান, বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে রাস্তাগুলো একেবারেই চলাচল অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে মৃত্যুর পর মৃতদেহ কবরস্থানে নিতে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, “আমরা নাগরিক হিসেবে ন্যায্য অধিকার চাই, অন্তত স্বাভাবিক চলাচলের মতো রাস্তা যেন দ্রুত সংস্কার করা হয়।”
ভিউ: ১১৯










