
সাম্য-তোফাজ্জল হত্যায় তদন্ত দাবি, পূজার নিরাপত্তায় ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সহ সারাদেশে পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ডাকসু নেতারা। একইসঙ্গে ঢাবির আলোচিত শিক্ষার্থী সাম্য ও তোফাজ্জল হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং বিচার দাবি করেন তারা।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ডাকসু ভিপি, জিএসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা সাংবাদিকদের ব্রিফ করেন।
পূজা মণ্ডপ ভাঙচুর ও নিরাপত্তা প্রসঙ্গ
ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, “বিগত সময়ে বিভিন্ন পূজা মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও তার বিচার হয়নি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। পূজার সময় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে আমাদের উদ্বেগ জানিয়েছি।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি। এ বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শনাক্ত করার দাবি জানিয়েছি আমরা।”
সাম্য ও তোফাজ্জল হত্যাকাণ্ড আলোচনায়
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “সাম্য হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনও অজানা। একইভাবে তোফাজ্জল হত্যার ক্ষেত্রেও আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তাই এ দুই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার নিয়ে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি তোলা হয়েছে।”
তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আমরা কিছু জেলায় সমস্যার কথা জানিয়েছি। তবে উপদেষ্টা জানিয়েছেন যে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।”
ডাকসু নির্বাচনের ইস্যুও উঠে আসে
বৈঠকে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার প্রিন্ট নিয়েও আলোচনা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস এম ফরহাদ বলেন, “ব্যালট পেপার প্রিন্ট নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা যদি ভ্যালিড অভিযোগ হয় তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন খতিয়ে দেখতে পারে। অন্যথায় এ অভিযোগেরও যৌক্তিক জবাব দেবে প্রশাসন।”
উপদেষ্টার আশ্বাস
সভায় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নেতাদের আশ্বস্ত করে বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সতর্ক অবস্থানে থাকবে।










