
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ও মাদক ব্যবসার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক ব্যবসায়ী খোরশেদ হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী ফিরোজা বেগমকে (৪৯) আটক করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে খোরশেদের বাড়ি থেকে ফেন্সিডিল ৭ বোতল, ফেয়ারডিল ৫৪ বোতল এবং মাদক বিক্রির ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। ডিএনসি জয়পুরহাটের সহকারী পরিচালক জনাব শাকিল আহম্মেদ বলেন, “কয়া গ্রামে মাদক ব্যবসায়ী খোরশেদের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ফিরোজা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।” পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল ইসলাম জানান, “মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। এলাকায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”










