
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও কিশোর অপরাধ রোধে জনগণের সরাসরি মতামত গ্রহণ এবং পুলিশ-জনগণ সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। তিনি বলেন, “সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। মাদক, বাল্যবিবাহ, ডিজিটাল প্রতারণা ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ-জনগণ একসাথে কাজ করলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।”
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ হাফিজুল ইসলামসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রায় দেড় হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পুলিশ সুপারের বক্তব্যের সময় শিক্ষার্থীরা করতালির মাধ্যমে বারবার সমর্থন জানায়, যা পুরো অনুষ্ঠানস্থলকে এক আনন্দঘন পরিবেশে পরিণত করে।
এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের আন্তরিকতা ও উদ্যোগে আলমডাঙ্গা থানা এলাকায় অবৈধ মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও উল্লেখযোগ্য সাফল্য আসবে।










