প্রবাসীর মরদেহ দেশে ফেরালেন এমপি প্রার্থী মোয়াজ্জেম হোসেন
Spread the love

হাসান আলী সোহেল : নাটোরের বাগাতিপাড়া উপজেলার ঠেঙ্গামাড়া গ্রামের প্রবাসে নিহত জহির উদ্দিনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহায়তা করে মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেন। জানা যায়, ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামাড়া গ্রামের আরব আমিরাতে প্রবাসী জহির উদ্দিন গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কর্মস্থলে হঠাৎ মৃত্যুবরণ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির মৃত্যুতে স্বজনরা শোকাহত হয়ে পড়েন। তবে মরদেহ দেশে আনতে নানা প্রশাসনিক ও কূটনৈতিক জটিলতার সম্মুখীন হয় পরিবারটি। বিষয়টি জানতে পেরে মোয়াজ্জেম হোসেন সরাসরি নিহতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে দাঁড়ান এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে বিভিন্ন দাফতরিক ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তিনি অবশেষে ২০ সেপ্টেম্বর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সক্ষম হন এবং তা পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেন। এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, > “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায় নয়, এটি আমার মানবিক দায়িত্ব। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।” স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী মোয়াজ্জেম হোসেনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, জনপ্রতিনিধি হওয়ার আগেই তিনি যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31