
মোঃ আব্দুল্লাহ হক : চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া বাজারে নকল সার বিক্রির দায়ে মেসার্স কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৪ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই অভিযানে আকন্দবাড়িয়া বাজারে সার, কীটনাশক এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকানে তদারকি করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক জানান, গত ২৪ আগস্ট কামরুল ট্রেডার্সের গুদাম থেকে নকল সন্দেহে আট বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছিল। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সারগুলো পরীক্ষা জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার, যশোরে পাঠানো হয় পরীক্ষা শেষে ভেজাল প্রমাণিত হয়। এই প্রমাণের ভিত্তিতেই ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী কামরুল ট্রেডার্সের মালিক কামরুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বাজারে অন্যান্য দোকান মালিকদেরও সতর্ক করা হয়। তাদের সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে সার কেনা-বেচা করা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে আরও সহায়তা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাবের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। উল্লেখ্য, এর আগেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে বেশ কয়েকবার জরিমানা দিয়েছে কামরুল ট্রেডার্স। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










