
প্যারিসের মেয়র অ্যান হিডালগো মঙ্গলবার নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ গণতান্ত্রিক পরিবর্তনের পথে অগ্রসর হচ্ছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আসছে ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি ভিত্তিমূলক, যা দেশের গণতন্ত্রের জন্য একটি নতুন যুগের সূচনা করবে।”
অধ্যাপক ইউনূস বৈঠকে লস এঞ্জেলেস অলিম্পিকসহ ভবিষ্যতের সব অলিম্পিক গেমসকে কার্বন নিরপেক্ষ করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, প্যারিস ২০২৪ অলিম্পিককে ইতিহাসের সর্ববৃহৎ সামাজিক ব্যবসা নির্ভর ইভেন্টে রূপান্তরে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
মেয়র হিডালগো এ সময় অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আমি আপনার নেতৃত্বের প্রশংসা করি। আপনি একটি চমৎকার কাজ করেছেন।”
উভয় নেতা দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসকারী ১০ মিলিয়নেরও বেশি রোহিঙ্গার মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। মেয়র হিডালগো বিশেষ করে বিশ্বব্যাপী শরণার্থী শিবিরগুলোর জীবনমান উন্নয়নের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারবে।
অধ্যাপক ইউনূস আরও জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক মনোযোগ ফেরাবে।
বৈঠকে অধ্যাপক ইউনূস মেয়র হিডালগোকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।










