
আবুল কালাম আজাদ ; ময়মনসিংহ নগরের বিভিন্ন পূজামণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তিনি জুবলীঘাটের রঘুনাথ মন্দির, বড় কালীবাড়ী মন্দিরসহ শহরের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনের সময় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি প্রতিটি মণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা ও অবস্থান পরীক্ষা করেন এবং পূজামণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
অতিরিক্ত পুলিশ সুপার কারিগরদের সঙ্গে কথা বলেও তাদের কোনো সমস্যা রয়েছে কিনা তা জানতে চান এবং সকলকে আশ্বস্ত করেন যে, প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে।
ভিউ: ১৬০










