
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ)-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ) স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তিকালে আমি গভীর শোকাহত।
তিনি উল্লেখ করেন, শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ) ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে ছিল বিভিন্ন আইনি, সামাজিক ও ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান, যা সৌদি আরবের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলত। তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার দীর্ঘতম খতিব হিসেবে রেকর্ড। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর গ্রহণ করেন।
জামায়াত আমীর বলেন, শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ (রহঃ)-এর ইন্তিকালে মুসলিম উম্মাহ একজন প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি দীর্ঘ সময় পবিত্র হজের দিক-নির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম বিশ্বে অমূল্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সৌদি আরবসহ সমগ্র মুসলিম উম্মাহ শোকাহত।
ডা. শফিকুর রহমান দোয়া করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁর জীবনের সকল খেদমত কবুল করেন, গুনাহসমূহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সৌদি আরবের জনগণকে ধৈর্য ধারণের তাওফীক দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আমীন।










