
ময়মনসিংহের ভালুকা উপজেলার চটানপাড়া এলাকায় এক ভাড়া বাসা থেকে খাদিজা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত ম’র’দে’হ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহ’ত্যা নাকি খু’ন—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার পাড়াগাঁও চটানপাড়া সামসুলের মোড়ের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত খাদিজা কাচিনা কাউনিয়া পাড়ার ঘোড়া মুক্তারের মেয়ে। তিনি স্বামী আলমগীরের সঙ্গে চটানপাড়া এলাকায় বসবাস করতেন। দম্পতি উভয়েই স্থানীয় দেবুনিয়া ফ্যাক্টরিতে চাকরি করতেন।
স্থানীয় সূত্র জানায়, খাদিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিবার অভিযোগ করে বলছে, এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বামী আলমগীর। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল।
খাদিজার পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে।
ভালুকা থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।










