
কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সরাসরি হস্তক্ষেপে পেশী শক্তির হাত থেকে মুক্ত করা হয়েছে খোকসা হাওর নদীর বাঁধ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় খোকসা জানিপুর ইউনিয়নের একতারপুর চর বিহারিয়া হাওর নদীর বাঁধ স্থানীয় কিছু প্রভাবশালী দ্বারা দখলকৃত হয়। প্রভাবশালীরা নিজের ইচ্ছায় কোন ধরনের অনুমতি ব্যতীত হাওর বাধ ঘিরে মাছের চাষ করে আসছিল এবং মাছের সাধারণ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল যা মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার সরাসরি নিজে উপস্থিত থেকে উক্ত বাঁধের ব্যারিকেড গুলো ভেঙে দেন। এই পরিস্থিতিতে তিনি সেখানে সরাসরি উপস্থিত হলে স্থানীয় জনগণের কাছ থেকে কোন ধরনের সহযোগিতা না পেয়ে তিনি নিজেই অনেক চেষ্টার মাধ্যমে এলাকার দুজন লোক সংগ্রহ করে উক্ত ব্যারিকেড অপসারণ করেন এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেন।
এলাকাবাসী বলেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের এমন মহৎ উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার আহসান হাবিব।










