মাগুরার শিক্ষক আঃ হান্নানের বিরুদ্ধে শিশু যৌ’ন নি’র্যা’ত’নের অভিযোগ
Spread the love

মাগুরার মহম্মদপুরে শিক্ষক আঃ হান্নানের বিরুদ্ধে শিশু যৌ’ন নি’র্যা’ত’নের অভিযোগে মানববন্ধন

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরপাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে চরপাঁচুড়িয়া এলাকার সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষক আঃ হান্নান দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে দায়িত্ব পালনের নামে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী বিষয়টি তাদের অভিভাবকদের জানালে গ্রামজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে স্থানীয় জনগণ একত্রিত হয়ে শিক্ষক আঃ হান্নানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। যেখানে শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ শিক্ষা দেওয়ার কথা, সেখানে একজন শিক্ষক যদি এ ধরনের ন্যাক্কারজনক অপরাধে জড়িয়ে পড়েন, তবে তা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য কলঙ্ক। কোনো অবস্থাতেই এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না।তারা আরও বলেন, অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব, তাই দোষী ব্যাক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

মানববন্ধনে কয়েক শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, যদি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে তারা ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। পরবর্তীতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য গ্রামবাসী দায়ী থাকনেনা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31