
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণার একদিন পর রবিবার সকাল থেকেই নিরুত্তাপ ছিল পুরো ক্যাম্পাস।
বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে আসে সুনসান নীরবতা।
নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হলেও গুরুত্বপূর্ণ অফিস ও পয়েন্টসমূহে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সকাল ১০টা পর্যন্ত বিজয়ী ভিপি, ছাত্রশিবির কিংবা স্বতন্ত্র প্যানেলের পক্ষ থেকে কোনো বিজয় মিছিল হয়নি। একইভাবে নির্বাচন বর্জনকারীরাও কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করেননি।
সকাল থেকে বিভিন্ন হলে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা কক্ষে অবস্থান করে বিশ্রাম নিচ্ছেন। বৃষ্টির কারণে ক্যাম্পাসজুড়ে জনসমাগম একেবারেই ছিল না।
এদিকে আজকের জন্য বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা, ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হওয়ায় অফিসে আসেননি প্রশাসনিক কর্মকর্তারাও।
ভিউ: ১২৪










