নওগাঁয় সংখ্যালঘু হিন্দুর বাড়িতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি, নগদ টাকা স্বর্ণালংকার লু’ট
Spread the love
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর বদলগাছীতে এক হিন্দুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে আলমারি ও সোকেস ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫হাজার টাকা ও ১ টি মোবাইল ফোন সহ মালামাল লুট করে নিয়ে যায়।এদিকে ডাকাতির ঘটনায় ঐ গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্প্রতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া নামক গ্রামের হিন্দু পরিবার পলাশ চন্দ্রের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ৮/১০০ জনের একটি ডাকাতদল পলাশের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ঘরে তল্লাশি চালিয়ে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইলফোন সহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করতে চাইলে তাদেরকে অস্ত্র দিয়ে মেরে ফেলবে বলে ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগী পরিবারের প্রধান পলাশ চন্দ্র বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। কয়েকজন ব্যক্তি আমার দরজার কাছে এসে আমরা পুলিশের লোক থানা থেকে এসেছি বলে ডাকতে থাকে। তাদেও কথা শুনে আমি ঘরের দরজা খুলে বারান্দায় পা দিতেই, তারা আমাকে ধারালো হাসুয়া গলায় ধরে হাত পা বেঁধে ফেলে। এরপর আমার স্ত্রী ও ছেলেকে অস্ত্র ধরে জিম্মি করে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১৫ হাজার টাকা, ৪ ভরি সোনা ও ১ টি মোবাইল ফোন নিয়ে নেয়।

এরপর ডাকাতরা আমার স্ত্রী কে দিয়ে ছোট ভাই ও তার স্ত্রী কে ঘুম থেকে জেগে তোলে। তারা ঘরের দরজা খুলতেই তাদের কে একই ভাবে অস্ত্র ধরে জিম্মি করে তাদের ঘরের সোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার সহ আমাদের দুই ভাইয়ের মোট ১০ ভরি সোনা ডাকাতরা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী একই পরিবারের (ছোট ভাই) পবিত্র বলেন, কয়েক মাস আগে আমি বিয়ে করেছি। এসব স্বর্ণালংকার আমার শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়েছিলাম। একেবারে আমি নিঃশেষ হয়ে গেলাম।

এই ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় পর্যাপ্ত টহল না থাকায় এসব ঘটনা ঘটছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সকালে পুলিশ সুপার সামিউল সারোয়ার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদের শনাক্ত করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।

পুলিশ সুপার সামিউল সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাত দল দেয়াল টপকে বাড়িতে ঢুকে তারা ডাকাতি করেছে। ডাকাত ধরার জন্য আমরা অলরেডি অপারেশন শুরু করেছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31