নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ
Spread the love

ঝালকাঠির নলছিটিতে ৩৬জন এতিম শিশুদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় নলছিটি পৌরসভার মালিপুর হোসনেয়ারা কটেজে ‘মা’ অরফান এইড স্পান্সারসিপ বাংলাদেশ ২০২৫ এর ইমপ্যাক্ট ইনিসিয়েটিভ এর তৃতীয় কিস্তির বরাদ্দকৃত এসব মালামাল প্রদান করা হয়।
এসময় উপজেলার ৫-৭ বছর বয়সের তালিকাভুক্ত মোট ৩৬জন এতিম শিশুদের মাঝে জন প্রতি ৩০কেজি চাল, ৩কেজি মশুর ডাল, ৩কেজি চিনি, সয়াবিন তেল ৩লিটার, ১কেজি আপেল, ১কেজি কমলা, ১কেজি পেয়ারা, ২.২কেজি নুডলস, দেড় কেজি বাদাম, দেড় কেজি গুড়াদুধ,আড়াই কেজি বিস্কুট ও দেড় কেজি হেলিক্স বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ প্রগ্রাম ডিরেক্টর মোঃ মোজাম্মেল হক, অরফান সুপারভাইজার সাজিদ আল আহাদ ও সিবলী তালুকদার, স্থানিয় প্রতিনিধি আঃ ওহাব তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বছর ১ম কিস্তিতে জনপ্রতি টিউশন ফি ব্যাবদ নগদ ৩হাজার টাকা, ১ডজন কলম, ১ডজন পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী ও ২সেট পোষাক প্রদান করা হয়। প্রতিটি এতিম শিশুকে বছরে প্রতি ৩মাস পরপর চার কিস্তিতে প্রতিবার সমপরিমাণ সামগ্রী ১৮বছর বয়স পর্যন্ত প্রদান করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31