ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
Spread the love

আবুল কালাম আজাদ :  ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সিভিল সার্জেন কার্যালয়ের প্রতিনিধি, আনসার বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব এখন শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধর্মীয় সম্প্রীতির বন্ধন বজায় রেখে সকলের সহযোগিতায় আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিসসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারের দুর্গোৎসবও শান্তিপূর্ণ ও সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে উদযাপিত হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31