
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) পৌরসভা সংলগ্ন এলাকার একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তি কম্পিউটার ব্যবহার করে পিডিএফ ফাইলে লেখা পরিবর্তন করে মানুষের পরিচয় তথ্য জালিয়াতি করছিলেন। এ কাজে একটি দালাল চক্র সক্রিয়ভাবে সহযোগিতা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “ভুয়া এনআইডি তৈরি করে কেউ যেন প্রতারণার আশ্রয় নিতে না পারে, সেজন্যই এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের প্রতারক চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি জাল করছে, যা আইনভঙ্গের শামিল।”
তিনি আরও জানান, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালাল চক্র থেকে সতর্ক থাকার জন্য এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন










