
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় জনতার সহায়তায় ভালুকা মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
আটককৃত যুবকের নাম মুফতি ওয়াসিকুল ইসলাম জিহাদী (৩৫)। তিনি ভালুকার বিরুনিয়া ইউনিয়নের বিরুনিয়া পশ্চিমাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ আর মালেক।
পুলিশ জানায়, ওয়াসিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা করে আসছিলেন। শনিবার রাতে স্থানীয়রা তার গতিবিধি সন্দেহজনক মনে করে তাকে চ্যালেঞ্জ করলে তিনি ভুয়া পরিচয় দেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং জনগণের সচেতনতা খুবই জরুরি বলেও জানান তিনি










