
নারায়ণগঞ্জ আইন কলেজ , ২০২৫ ইং ৬ শনিবার মাগরিবের নামাজের পর দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম নারায়ণগঞ্জ আইন কলেজে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম নারায়ণগঞ্জ আইন কলেজে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে জেলা ও কলেজ শাখা পক্ষ থেকে। ১২ই রবিউল আউয়াল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনী উপলক্ষে মাগরিব নামাজের
পর
দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপস্থিত ছিলেন বিএনপি’র নেতা এড. শাখাওয়াত, এড.টিপু, নারায়ণগঞ্জ আইন কলেজর প্রিন্সিপাল সাক্ষ্যওয়াত হোসেন ভূঁইয়া।
জেলা নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি মো ঃখন্দকার সাদ্দাম হোসেন, মহাসচিব ফজলে রাব্বি , মাহমুদা,, ফাতেমা আক্তার মাহমুদা ইভা, তিন্নি , কামরুল নাহার স্মৃতি, ইউনুস , রত্না, সামিয়া, অন্যান্য প্রমূখ
ভিউ: ১০৬










