মবের সন্ত্রাসে মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে; পঞ্চগড়ে জেলা কমিটির দ্বাদশ সম্মেলনে রুহিন হোসেন প্রিন্স
Spread the love

পঞ্চগড় জেলা স্টাফ রিপোর্ট:

পঞ্চগড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন,

“গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও বৈষম্যহীনতা প্রতিষ্ঠা। অথচ আজ সেই গণতন্ত্র দিল্লি দূরত্বে। মবের সন্ত্রাসে মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে।

প্রতিদিন মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। অথচ গরীব-শ্রমজীবী মানুষের স্বার্থ নিয়ে কেউ আলোচনা করে না।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বড় দাবি নেই। শুধু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না। কিন্তু সরকার এখনও জনগণের আস্থা অর্জন করতে পারেনি যে তারা একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “আগে এমপি নির্বাচনে জামানত ছিল ২০ হাজার টাকা, এখন তা ৫০ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রার্থীর খরচের সীমাও বাড়ানো হয়েছে। এসব পরিবর্তনের মধ্য দিয়ে নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামায়াত—কেউই মানুষের মুক্তি দিতে পারেনি। বরং তারা নীতিহীন রাজনীতি করেছে। অথচ কমিউনিস্ট পার্টি মোহাম্মদ ফরহাদ ও মণি সিংহের আদর্শে জনগণের স্বার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

শেষে তিনি আহ্বান জানান, “গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বামপন্থী শক্তির পতাকা তলে ঐক্যবদ্ধ হোন। মুক্তিযুদ্ধ ও ২৪ শে গণঅভ্যুত্থানের ধারায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন।”

অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি ফিরোজা খন্দকার চামেলী, সাধারণ সম্পাদক আশরাফুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31