
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ মশিউর রহমান মন্টু (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে শিয়ালমারী গ্রামের বানাতখাল মোড় এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মশিউর রহমান মন্টু আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, শিয়ালমারী গ্রামের মৃত আকবর আলীর ছেলে কামাল উদ্দিনের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মশিউর রহমান মন্টুর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসময় আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আহম্মদ আলীর নেতৃত্বে ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পিপিএম।
এ বিষয়ে ওসি মাসুদুর রহমান বলেন,
“আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”










