
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ (৫০)কে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টার দিকে পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
হুমায়ুন কবীর আকন্দ ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে হুমায়ুন কবীর আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
ভিউ: ১৬৭










