
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আলমগীর কবীর সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পশুহাট ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
গ্রাম গড়গড়ি, জেহালা ইটভাটার পাশে, পিতা মৃত জলিল মন্ডল, নাম শহিদুল ইসলাম যদু (৪২)
গ্রাম গড়গড়ি ঘোষপাড়া, পিতা শহিদুল ইসলাম, নাম রুপক ওরফে রুপচাঁদ (২৭)
তাদের নিকট থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
ওসি মাসুদুর রহমান বলেন, “মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।”










