
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় পুলিশের অভিযানে তিনজন পেশাদার চোরকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ৪ শতাধিক পাকা সুপারি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গড়ইখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে গড়ইখালীর মো. খলিল সরদারের ছেলে জুয়েল সরদার (২৫), আলী শাহীনের ছেলে আব্দুল্লাহ শাহীন (২৭) ও একই এলাকার মশিয়ার রহমানের ছেলে মো. রাসেল (২৯)-কে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া সুপারি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলা হয়েছে, মামলা নং-৪। ইং-০১/০৯/২৫)।
থানার চলতি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুপারি চুরির ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।










