
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
রবিবার (৩১ আগস্ট ২০২৫) জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেন।
সভায় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র জেল সুপার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিজ্ঞ জিপি, বিজ্ঞ পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা।
সভায় সরকারি আইন সহায়তাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাসিক এই সভায় ময়মনসিংহের জেলা লিগ্যাল এইড অফিসারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
ভিউ: ১৬৮










