
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে যৌনপীড়ন মামলার আসামী গ্রেফতার হয়েছে।
ভিকটিম মোছাঃ তামান্না খাতুন (২১), স্বামী- মোঃ মানিক মিয়া, সাং- ভাংবাড়ীয়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা। গত ৩০ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ৭টা ৩০ মিনিটে বাড়ীতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে মোঃ লাল্টু (৩২) বাদীর বাড়ীতে প্রবেশ করে তাকে প্রেম নিবেদন করে। বাদী রাজি না হলে আসামী পেছন থেকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভিকটিমের ডাক চিৎকারে আসামী পালিয়ে যায়।
ঘটনার পর বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানায় মামলা নং- ০২, তাং- ০১/০৯/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ১০ মোতাবেক মামলা রুজু করা হয়।
মামলার পরপরই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) হাফিজুল ইসলাম, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে আসামী ভাংবাড়ীয়া গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে মোঃ লাল্টু (৩২) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।










