
এ্যাড. হাবিবুর রহমানঃ ২৪ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি জননেতা ভিপি নুরুল হক নুরের উপর নৃশংস ও নির্মম হামলার প্রতিবাদে ঢাকা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, ঢাকা বার ইউনিটের আহবায়ক এড. মো: মোমিনুল ইসলাম ও সদস্য সচিব এড. হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী, ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এড. সৈয়দ নজরুল ইসলাম, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এড. মো: খালিদ হোসেন, সহ-সভাপতি এড. খাদেমুল ইসলাম, আইন সম্পাদক এড. শেখ শওকত হোসেন, সহ-আইন সম্পাদক এড. সাজেদুল ইসলাম রুবেল, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক এড. নার্গিস পারভিন, এড. হাসিনা বেগম হাসি, যুগ্ম আহবায়ক এড. আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব এড. তানজিল ইসলাম প্রমুখ।
এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী বলেন, “ভিপি নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলার পরেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। কোন কোন মাননীয় উপদেষ্টা বলেছেন এই হামলার দায় সরকার এড়াতে পারে না। তাহলে এই হামলার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে”।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মো: নজরুল ইসলাম বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করতে হবে। নতুবা আইনজীবী অধিকার পরিষদ যদি কোন কর্মসূচি দেয় এতে ঢাকা আইনজীবী সমিতি একাত্মতা ঘোষণা করবে।










