
এম জালাল উদ্দীন:খুলনা
“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা থেকে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩২ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন।
৩১ আগস্ট (রবিবার) খুলনা পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগ বোর্ড ফলাফল ঘোষণা করে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনা জেলার পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি সফল প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “প্রথম দিন থেকে শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছেন তারা নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই সাফল্য অর্জন করেছেন।” একই সঙ্গে তিনি অকৃতকার্য প্রার্থীদের ভবিষ্যতে নতুন করে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
নিয়োগ অনুষ্ঠানে আবেগাপ্লুত হন অনেক সফল প্রার্থী।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ মহিদুর রহমান এবং খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার) মো. রাফিউর রহমান










