
এম.টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে পানিতে ডুবে মোস্তাক নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট ) সকালে নয়টার দিকে সমবয়সী মামার সাথে রাজহাঁস তাড়াতে গিয়ে, বাড়ির পাশে থাকা বিলে সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মারা যান।মৃত শিশু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মন্ডলপাড়া সাগর আহমেদের ছেলে।
মৃত শিশুটির নানা আনোয়ার হোসেন জানান, সকালের দিকে ছোট মামার সাথে হাঁস তাড়াতে গিয়েছিলো। হাঁস পানির ভিতরে চলে গেলে তার সাথে মোস্তাকও পানিতে নেমে পানিতে ডুবে যায়। আমরা ঠিক পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এদিকে তাহেরহুদা ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম (রবি) জানান,কিছুক্ষণ আগে আমি খবর পেয়েছি, যে সাগরের ছেলে পানিতে ডুবে অপমৃত্যু হয়েছে।সেই খবর পেয়ে আমি এসেছি তবে ঐ পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, আমরা খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম,তবে প্রাথমিক ভাবে জানতে পারি মোস্তাক নামের দুই বছরের বাচ্চা পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। এব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে










