
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, “কোনো হুমকি-ধামকি কিংবা ভয়ভীতি দেখিয়ে জামায়াতের গণজোয়ারকে থামানো যাবে না।” শুক্রবার সকালে আলমডাঙ্গার হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হলে উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রভিত্তিক প্রধান পোলিং এজেন্টদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অ্যাডভোকেট রাসেল বলেন, “আমাদের অনেক ভাইকে গুম, ক্রসফায়ার ও ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে, তবুও আমরা পিছপা হইনি। আমাদের লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি। তাই যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সাহসের ঘাটতি থাকবে না।” তিনি পোলিং এজেন্টদের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেক কেন্দ্রে পোলিং এজেন্টদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের দিন পরিস্থিতি যাই হোক না কেন, সর্বোচ্চ সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।” কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও আইবিডব্লিউএফ সভাপতি আব্দুল কাদের, আইন-আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, থানা সেক্রেটারি মামুন রেজা, যুব সেক্রেটারি তরিকুল ইসলাম এবং তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী সদস্য সচিব কাইয়ুম উদ্দিন হিরক।










