
মোঃ আসিফুজ্জামান আসিফ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, কেন্দ্রীয় সংসদে মোট ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২০টি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬ জন নারী ও ১৪ জন পুরুষ রয়েছেন। বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একে এম রাশিদুল ইসলাম সিনেট হলে খসড়া তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিউ: ১৬৩










