আশুলিয়ায় নিখোঁজ কিশোরকে ফেরত পেতে পরিবারের সংবাদ সম্মেলন
Spread the love

মোঃ আসিফুজ্জামান আসিফ : আশুলিয়ায় নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর আবু সাঈদকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার ও এলাকাবাসী।

রবিবার দুপুরে আশুলিয়ার কুমকুমারি বাজার এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয়দের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবারের থেকে জানায়, গত ১৯ আগস্ট (মঙ্গলবার) কুমকুমারি বাজার এলাকা থেকে নিখোঁজ হয় আবু সাঈদ। নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে ওইদিন রাতেই নিখোঁজের বাবা জাকির হোসেন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব ইসলাম জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য তদন্ত ও তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে সকল আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31