
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পৌর সদরের বিসিক রোড, দারিয়াপুর এলাকায় প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে হাজী মোঃ জমির উদ্দিনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ আগস্ট ২০২৫ তারিখে শাহজাদপুর থানার পক্ষ থেকে ঘর নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে সে নির্দেশ উপেক্ষা করে হাজী মোঃ জমির উদ্দিন পুনরায় ঘর নির্মাণ কাজ চালিয়ে যান। পুলিশ প্রশাসন এক পর্যায়ে কাজ বন্ধ করে দিলেও কিছু সময় পর আবারও নির্মাণকাজ শুরু হয়।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, প্রশাসনের আইন যদি কেউ উপেক্ষা করে নির্মাণকাজ চালাতে পারে, তাহলে অন্যরাও উৎসাহিত হবে। তাই দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়েন বলেও জানা গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।










